ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইতিহাদ এয়ারওয়েজে যুক্ত হচ্ছে ৪টি সাপ্তাহিক ফ্লাইট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ইতিহাদ এয়ারওয়েজে যুক্ত হচ্ছে ৪টি সাপ্তাহিক ফ্লাইট ইতিহাদ এয়ারওয়েজে প্লেন, (ফাইল ফটো)

ঢাকা: সংযুক্ত আরব-আমিরাতের দ্বিতীয় বৃহত্তম ইতিহাদ এয়ারওয়েজে যুক্ত হচ্ছে আরও চারটি সাপ্তাহিক ফ্লাইট। আবুধাবি ও মালে রুটে চলাচল করবে এ ফ্লাইট। প্রতি সপ্তাহে চারদিনে ১১টি ফ্লাইট সার্ভিস দেওয়া হবে।

গ্রীস্মকালীন এ ফ্লাইট সেবা যা চালু থাকবে ২০১৭ সালের ১ জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে বলে রোববার (২২ জানুয়ারি) জানা যায়।

প্রতি সপ্তাহে অতিরিক্ত চারটি ফ্লাইটে স্থানীয় যাত্রীরা সকালের সেশনে আবুধাবি থেকে মালদ্বীপে সহজেই যাতায়াত করতে পারবেন। দু'দেশের যাত্রীদের চাহিদা ও প্রত্যাশার বিষয়টি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতিহাদ।

অতিরিক্ত এসব ফ্লাইট প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রোববার ২০১৭ সালের ১ জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এরআগে ২০১১ সালের ১ নভেম্বর ইতিহাদ এয়ারওয়েজ মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ইতিহাদের প্রতিদিনের ফ্লাইট চালু হয়।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।