ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস বাংলা’র টিকিটে ১৫ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
ইউএস বাংলা’র টিকিটে ১৫ শতাংশ ছাড় ইউএস বাংলা’র টিকিটে ১৫ শতাংশ ছাড়/ছবি: মুজিবুর

ঢাকা: বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের এয়ারটিকেটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলাটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মেলা চলবে ২০-২২ এপ্রিল তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলায় প্রবেশ ফি ৩০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য থাকছে ফ্রি প্রবেশের সুযোগ।

মেলায় অন্যদের পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইন্সও তাদের গ্রাহকদের জন্য টিকিটে মূল্যছাড় দিচ্ছে।

মেলায় ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকিট পাচ্ছেন ১৯ হাজার টাকায়। ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা টিকিট পাচ্ছেন ১৮ হাজার ৫শ টাকায়। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা টিকিট পাচ্ছেন ২২ হাজার ৫শ টাকায়। ঢাকা-কুয়ালালামপুর-সিঙ্গাপুর-ঢাকা টিকিট পাচ্ছেন ২৪ হাজার ২২৫টাকায়। ঢাকা-কাঠমান্ডু-ঢাকা টিকিট পাচ্ছেন ১৪ হাজার ৫শ (শুধুমাত্র মেলা চলাকালীন সময়ে)।

মেলা উপলক্ষে ইউএস বাংলা এয়ারলাইন্স এ অফার দিচ্ছে। তবে ২০ জুনের মধ্যে অবশ্যই ভ্রমণ করতে হবে

মেলায় ভ্রমণ পিপাসুদের জন্যও বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তারা আন্তর্জাতিক রুটে ৪দিন ৩ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেট সুবিধাসহ সিঙ্গাপুরের অফার রয়েছে ৩৫ হাজার ৯শ টাকায়। সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের ৫দিন ৪ রাতের অফার রয়েছে ৪৩ হাজার ৯শ টাকায়। কুয়ালালামপুরের ৩দিন ২ রাতের অফার রয়েছে ২৪ হাজার ৯শ টাকায়। ব্যাংককে ৩দিন ২ রাতের অফার রয়েছে ২৩ হাজার ৯শ টাকায়। ব্যাংকক ও পাতায়ায় ৫দিন ৪ রাতের অফার রয়েছে ২৯ হাজার ৯শ টাকায়। কুয়ালালামপুর ও জেন্টিংয়ে ৪ দিন ৩ রাতের অফার রয়েছে ২৮ হাজার ৯শ টাকায়।

কলকাতায় ৩দিন ২ রাতের অফার রয়েছে ১৬ হাজার ৯শ টাকায়। কাঠমান্ডুতে ৩দিন ২ রাতের অফার রয়েছে ১৮ হাজার ৯শ টাকায়। এছাড়া কাঠমান্ডু ও নগরকোটে ৪দিন ৩ রাতের অফার রয়েছে ২৫ হাজার ৯শ টাকায়। কাঠমান্ডু ও পোখরাতে ৫দিন ৪ রাতের অফার রয়েছে ৩২ হাজার ৯শ টাকায়।
ইউএস বাংলা’র টিকিটে ১৫ শতাংশ ছাড়
অন্যদিকে মেলা উপলক্ষে দেশের মধ্যে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেট সুবিধাসহ বিশেষ অফার দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যার মধ্যে সিলেটের নির্ভানা ইন হোটেলে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১০ হাজার ৯শ ৯০ টাকা। সিলেটের রোজ ভিউ হোটেলে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১২ হাজার ৭শ ৯০ টাকা। সিলেটের নাজিমগা গার্ডেন রিসোর্ট হোটেলে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১৫ হাজার ৩শ ৯০ টাকা। সিলেটের দ্য প্লেস লাক্সরি রিসোর্টে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ২০ হাজার ৯শ ৯০ টাকা।

এছাড়া কক্সবাজারের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১২ হাজার ৭৯০ টাকা। হোটেল দ্য কক্সটুডে’তে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১২ হাজার ৯৯০টাকা। ওশান প্যারাডাইজ এ ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১৩ হাজার ২৯০ টাকা। সিগাল হোটেল লিমিটেডে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১৩ হাজার ৪৯০ টাকা। লং বিচ হোটেলে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১৩ হাজার ৭৯০টাকা। সায়মান বিচ রিসোর্টে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ পড়বে ১৩ হাজার ৯৯০টাকা। রয়্যাল তুলিপ এ ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেট ও স্পাসহ খরচ পড়বে ১৬ হাজার ১৯০টাকা। মারমেইড বিচ রিসোর্টে ৩দিন ২ রাত থাকা-খাওয়া, এয়ারটিকেটসহ খরচ 
পড়বে ২৩ হাজার ২৯০  টাকা।

অফারের বিষয়ে মেলায় দায়িত্বরত ইউএস বাংলা এয়ার লাইন্সের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং এন্ড সেল্স)  মো. তৌকির আহমেদ বাংলানিউজকে বলেন, মেলা উপলক্ষে ইউএস বাংলা এয়ারলাইন্স বিশাল অফার দিচ্ছে। শুধু অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিক রুটেও রয়েছে আমাদের অফার। তবে এ অফার শুধুমাত্র মেলা প্রাঙ্গণে দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।