ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ওড়ার আগেই বসে গেলো যাত্রীবাহী নভোএয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মে ৩, ২০১৭
ওড়ার আগেই বসে গেলো যাত্রীবাহী নভোএয়ার  নভোএয়ার

সিলেট: যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৫৫ জন যাত্রী নিয়ে আটকা পড়েছে নভোএয়ার এর ফ্লাইট।  বুধবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে  উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নকালে এয়ারক্র্যাফটে ক্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

বেলা ১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ত্রুটি সারেনি বলে নিশ্চিত করেছেন ওসমানী এয়ারপোর্টের এভিয়েশনের কর্মকর্তারা।

নভোএয়ারের স্টেশন ম্যানেজার ওয়াকিল আহমেদ বাংলানিউজকে বলেন, উড্ডয়নের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট ঝুঁকি নিতে চাননি।

ত্রুটি সারাতে প্রকৌশলী আনা হচ্ছে।

ওসমানী এয়ারপোর্টের ব্যবস্থাপক হাফিজ আহমদ বাংলানিউজকে বলেন, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় নভোএয়ার এর ফ্লাইটটি আটকা পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।