ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিশেষ সম্মাননা পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিশেষ সম্মাননা পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বিশেষ সম্মাননা পেয়েছেন। বাংলাদেশের এভিয়েশন শিল্পের অগ্রযাত্রায় জনসংযোগ বিভাগের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের সম্পৃক্ততায় সফল হওয়ায় তাকে এ সম্মাননা দিয়েছে স্বাধীনতা সংসদ।

সম্প্রতি রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে বিশেষ সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন ও সংগঠনের সভাপতি কেএসএনএম জহুরুল ইসলাম খান।

 

মো. কামরুল ইসলাম ১৯৯৮ সালে জিএমজি এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর দৈনিক যায়য়ায়দিন, ইউনাইটেড এয়ারওয়েজ এবং বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কর্মরত।

কামরুল ইসলামের প্রাপ্ত সম্মাননায় ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।