ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ার-প্রিমিয়ার ব্যাংক চুক্তি সই

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
নভোএয়ার-প্রিমিয়ার ব্যাংক চুক্তি সই চুক্তি সই অনুষ্ঠানে নভোএয়ার ও প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তারা

ঢাকা: দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারের সঙ্গে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

রোববার (২০ আগস্ট) রাজধানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মামুন রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

 

চুক্তি অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ারের বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের হেড অব সেলস সৈয়দ মনোয়ারুল ইসলাম, নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস একেএম মাহফুজুল আলমসহ নভোএয়ার ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রমণপিপাসুরা নভোএয়ারে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজারে প্রতিজন সর্বনিম্ন ১৮শ ১৮ টাকা ও কলকাতায় সর্বনিম্ন ২ হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।