ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

৪০ দেশের কূটনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে ইউএস-বাংলা 

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
৪০ দেশের কূটনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে ইউএস-বাংলা  উড়াল দেওয়ার আগে প্রতিনিধি দলের সদস্যরা

ঢাকা: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বিশ্বের ৪০টি দেশের কূটনৈতিক ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) তাদের এ যাত্রার সঙ্গী ছিলো বাংলাদেশে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর মধ্যে অন্যতম বিশ্বস্ত নাম ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সকালে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ শেষে বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি ফ্লাইটেই ঢাকায় ফিরে আসে প্রতিনিধি দলটি।

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যান তারা। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ পরিদর্শনে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।  

প্রতিনিধিদলের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইডেন, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, নরওয়ে, কাতার, আরব আমিরাত, ওমান, পাকিস্তান, ইরাক, প্যালেস্টাইন, আফগানিস্তান, ভুটান, নেপালসহ ইউএন মিশনের প্রতিনিধি, বিশ্ব খাদ্য সংস্থা, আইসিআরসি এর উল্লেখযোগ্য প্রতিনিধিরা পরিদর্শক দলের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সেবা দিতে পারায় সব কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত খুশি এবং ইউএস-বাংলার প্রতি বিশ্বাস রাখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।