ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানবন্দরে ঝটিকা সফরে বিমানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
বিমানবন্দরে ঝটিকা সফরে বিমানমন্ত্রী বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে কথা বলছেন বিমান পরিবহন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝটিকা সফর করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। 

সোমবার (১২ মার্চ) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে এক ঝটিকা সফর বিমানবন্দরে যান মন্ত্রী।

এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন মন্ত্রী।  

এদিকে মন্ত্রীর এ ধরনের ঝটিকা সফরে সন্তোষ প্রকাশ করে যাত্রীরা বলেন, এ ধরনের ভিজিট হলে বিমানবন্দরের কর্মকর্তরা আরও সজাগ থাকবে এবং এয়ারলাইন্সগুলো যাত্রীসেবার ব্যাপারে আরও মনোযোগী হবে।  

এ সময় সিভিল এভিয়েশনের সদস্য (অপারেশন) এয়ার কমোডোর মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।