ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানে যান্ত্রিক ত্রুটি, ওসমানীতে জরুরি অবতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
বিমানে যান্ত্রিক ত্রুটি, ওসমানীতে জরুরি অবতরণ

সিলেট: যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৬০১।

বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৪টা ২০মিনিটে ঢাকা থেকে আসা ফ্লাইটটি জরুরি অবতরণ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে।

ঢাকা থেকে ৬৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসা ফ্লাইটটি আকাশে থাকাবস্থায় যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে।

তখন পাইলট বিষয়টি যাত্রীদের অবহিত করলে কিছুটা আতঙ্ক তৈরি হয়।  যাত্রীদের কেউ কেউ তখন কান্নায় ভেঙে পড়েন বলে জানিয়েছেন ওই ফ্লাইটে থাকা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

তিনি আরো বলেন, ‘ফ্লাইট অবতরণের সময় চারপাশে দমকল বাহিনীর গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে দেখেছি। ’

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি ল্যান্ডিংয়ের সময় ডান পাশের চাকায় সমস্যা দেখা দেয়। প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেনি। পরে দ্বিতীয়বারের চেষ্টায় ইমার্জেন্সি ল্যান্ডিং করে। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, ‘বিমানের চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ফ্লাইট অবতরণ করেছে’।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, বিমানটি ঢাকা থেকে উড়াল দেওয়ার পর রানওয়েতে রাবারের একটি টুকরো পাওয়া যায়। বিষয়টি জানানো হলে এখানে আমরা সতর্কতা অবলম্বন করি। কেননা, একটি উড়োজাহাজে অনেক যাত্রী থাকেন। আমাদের দায়িত্ববোধের সঙ্গে তাদের জীবন জড়িত।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।