ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

আসাদগেটে নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
আসাদগেটে নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু আসাদগেটে নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু

ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকার যাত্রী এবং ব্যবসায়িক সহযোগীদের উন্নত সেবা দিতে নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

শনিবার  রাজধানীর আসাদগেটে নিউ কলোনী মসজিদ মার্কেট ২য় তলায় বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করেন নভোএয়ারের সেলস অ্যান্ড মার্কেটিং হেড মেজবাউল ইসলাম। এসময় ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) একেএম মাহফুজুল আলম, গোলাম সারোয়ারসহ ও ট্রাভেল এজেন্সির মালিকরা উপস্থিত ছিলেন।


 
এই এলাকার যাত্রীরা বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট কিনতে পারবেন।  


বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৪টি, কক্সবাজারে ৪টি, যশোরে ৪টি এবং সিলেটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া রাজশাহী রুটে সপ্তাহে ১০টি এবং বরিশালে সপ্তাহে ৪টি করে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটের  কলকাতায় প্রতিদিন ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
 

       

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ 


বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।