ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

রংপুরে বিক্রয়কেন্দ্র চালু করেছে রিজেন্ট এয়ারওয়েজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
রংপুরে বিক্রয়কেন্দ্র চালু করেছে রিজেন্ট এয়ারওয়েজ রংপুরে বিক্রয়কেন্দ্র চালু করেছে রিজেন্ট এয়ারওয়েজ

চট্টগ্রাম: আকাশপথের যাত্রীদের উন্নতসেবা নিশ্চিত করতে রংপুর শহরে নিজস্ব বিক্রয়কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

শহরের আর কে সড়কে পর্যটন মোটেলের পাশে চালু হয়েছে এই বিক্রয়কেন্দ্র।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) সোহেল মজিদ বৃহস্পতিবার কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার শাহীন আহমেদ, রিজেন্টের পিএসআই জহিরুল হক এবং স্থানীয় খ্যাতনামা ট্রাভেল এজেন্সির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর এবং এর আশপাশের জেলার যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি রিজেন্টের এই বিক্রয়কেন্দ্র থেকেই সরাসরি টিকেট কিনতে পারবেন। এছাড়া স্থানীয় ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও সেবা প্রদান করা হবে এই বিক্রয়কেন্দ্র থেকে।

১১ নভেম্বর থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুইটি ফ্লাইট পরিচালনা করবে রিজেন্ট এয়ারওয়েজ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।