ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানবন্দরে বাতিল হচ্ছে ১৬ হাজার ভিআইপি পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
বিমানবন্দরে বাতিল হচ্ছে ১৬ হাজার ভিআইপি পাস মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মাহবুব আলী। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: স্বর্ণ চোরাচালান রোধে বিমানবন্দরে ১৬ হাজার ভিআইপি পাস বাতিলের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।  

প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে অনিয়ম-দুর্নীতি রোধে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।

ভিআইপি সুযোগ-সুবিধা নিয়ে যদি কেউ স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে’র সভাপতিত্বে পরিষদের হল রুমে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মো. মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।