ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা ট্রাভেল মার্টে নভোএয়ারের টিকিটে ১৫ শতাংশ ছাড়

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ঢাকা ট্রাভেল মার্টে নভোএয়ারের টিকিটে ১৫ শতাংশ ছাড় নভোএয়ারের টিকিটে ১৫ শতাংশ ছাড়

ঢাকা: ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ উপলক্ষে সব গন্তব্যে টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। অফারটি পেতে গ্রাহকদের মেলায় এসে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ এর সদস্য হতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ শুরু হচ্ছে। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গ্রাহকদের মেলা চলাকালীন সময়ের মধ্যে নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট কেনা বা বুকিং করতে হবে। এছাড়াও কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য তিনদিন ও দুই রাত হোটেলসহ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে।

বর্তমানে নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।