ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

মেলায় বিমানের টিকিটে ১৫ শতাংশ ছাড়

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
মেলায় বিমানের টিকিটে ১৫ শতাংশ ছাড় বিমান আকাশবীণা

ঢাকা: অভ্যন্তরীণসহ আন্তর্জাতিক ৫টি রুটে টিকিটের উপর ১৫ শতাংশ ছাড় দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৮-২০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা অনুষ্ঠিত হবে। 

টোয়াব আয়োজিত ৩ দিনের এ মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের সর্ববৃহৎ এ আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মেলায় দর্শনার্থীরা ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে টিকিট ১৬ হাজার ৫৮২ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে টিকিট ২৫ হাজার ৫৪৪, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে টিকিট ১৮ হাজার ৩৩৭, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে টিকিট ২৬ হাজার ৪০৪ এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৪ হাজার ৮৪৬ টাকায় কিনতে পারবেন (প্রদেয় সব করসহ)।

অভ্যন্তরীণ রুটে ওয়ানওয়ে ঢাকা-বরিশাল ২ হাজার ৩৭৪ টাকা, ঢাকা-চট্টগ্রাম ২ হাজার ২০৪, ঢাকা-কক্সবাজার ৩ হাজার ২২৪, ঢাকা-যশোর ২ হাজার ৩৭৪, ঢাকা-রাজশাহী ২ হাজার ৩৭৪, ঢাকা-সৈয়দপুর ২ হাজার ৩৭৪ এবং ঢাকা-সিলেট ২ হাজার ২০৪ টাকায় টিকিট ক্রয় করতে পারবেন (প্রদেয় সব করসহ)। মেলা চলাকালীন বিমান স্টল হতে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকিট কেনা যাবে। টিকিট কেনার দিন থেকে অব্যশই ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে ভ্রমণ করতে হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।