ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ফের দিল্লির পথে উড়লো বিমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৯
ফের দিল্লির পথে উড়লো বিমান পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী বিমানের নতুন রুটের উদ্বোধন করেন | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: চার বছরেরও বেশি সময় পর ঢাকা থেকে দিল্লিতে উড়ে গেলো বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট। বর্তমানে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চললেও যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট বাড়াবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জেট এয়ারওয়েজে ঢাকা-দিল্লি ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় রুটটি বিমানের জন্য দারুণ লাভজনক হবে বলে জানালেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব মুহিবুল হক।

ঢাকা-দিল্লি রুটে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সোমবার (১৩ মে) বেলা ৩টায় একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করলো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী বিমানের নতুন এ রুট উদ্বোধন করে বলেন, ভারত ও বাংলাদেশের যে সম্পর্ক, বিমানের সরাসরি দিল্লি ফ্লাইট আবার শুরু হওয়ায় তা আরো ভালোভাবে জনগণের পর্যায়ে পৌঁছাতে পারবে।

তিনি বলেন, সবার চেষ্টায় বিমান সব সংকট কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাচ্ছে। এ বছর বিমানে বোয়িংয়ের নিজস্ব দুটি ড্রিম লাইনার যোগ হচ্ছে। লিজে আসছে আরো দুইটি বোয়িং ইআর। আগামী বছর বিমান বহরে যোগ হবে নিজস্ব আরো তিনটি ড্যাশ এয়ার ক্রাফট। জুলাইয়ে আসা প্রথম ড্রিম লাইনার দিয়ে আমরা গুয়াংজু ও মদিনায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবো।  
পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী বিমানের নতুন রুটের উদ্বোধন করেন | ছবি: জিএম মুজিবুরবিমান সচিব মহিবুল হক বলেন, বিমানে যে সমস্যা ছিলো, তা কটিয়ে উঠে এগিয়ে যাচ্ছে বিমান। রুট বাড়ছে, এয়ারক্রাফটও বাড়ছে।

দিল্লি ফ্লাইট সম্পর্কে বাংলানিউজকে তিনি বলেন, এ রুটটি লাভজনক হবে। ভারতের জেট এয়ারওয়েজ বন্ধ হওয়াতে রুটটি আশার পালে হাওয়া দিচ্ছে। বর্তমানে সপ্তাহে তিনদিন ফ্লাইট চললেও যাত্রী বাড়লে ফ্রিকোয়েন্সিও বাড়ানো হবে।

অন্যদিকে বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী বলেন, অনেকদিন ধরে এ ফ্লাইট চালানোর কথা বলা হয়েছে। কিন্তু আমরা পারছিলাম না। আমরা আশা করছি সবার সহায়তায় নতুন নতুন গন্তব্যে পৌঁছাতে পারবো।

ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দুর্ঘটনায় আভ্যন্তরীণ রুটে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সংকট আরো কিছুদিন চলবে। তবে আমরা তা কাটিয়ে উঠবো।

এ বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটন সচিব মুহিবুল হক বলেন, লিজে আসা বোয়িং দিয়ে চচট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে ফ্লাইট চালিয়ে ওই সংকট কাটিয়ে ওঠা হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার বিকেলে ৩টায় ফ্লাইট ছেড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে। এ তিনদিন দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বিমানের ফ্লাইট।

নতুন করে ফ্লাইট চালু উপলক্ষে ১৫ শতাংশ ছাড়ও দিয়েছে বিমান। ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন (আসা-যাওয়া) টিকিট একমাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার এবং এক বছর মেয়াদে টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩২০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে আছে ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাস আসন।

প্রায় সাড়ে চার বছর ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ ছিল। লোকসানের অজুহাত দেখিয়ে ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে বিমান এ রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রদূত জয়দ্বীপ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।