ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

পাকিস্তানে ফের ফ্লাইট চালু করলো ব্রিটিশ এয়ারওয়েজ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জুন ৩, ২০১৯
পাকিস্তানে ফের ফ্লাইট চালু করলো ব্রিটিশ এয়ারওয়েজ ব্রিটিশ এয়ারওয়েজের প্লেন/ সংগৃহীত

এক দশকের বেশি সময় পর পাকিস্তানে ফের ফ্লাইট পরিচালনা শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)। এখন থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে ইসলামাবাদ থেকে লন্ডনে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

২০০৮ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে বোমা হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহতের পর দেশটিতে ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয় ব্রিটেনের ফ্ল্যাগশিপ ক্যারিয়ারটি।  

এতোদিন ধরে বন্ধ থাকা রুটটি রোববার (০২ জুন) থেকে ফের চালু হলো।

এর মাধ্যমে পশ্চিমা কোনো দেশ প্রথম পাকিস্তানে তাদের ফ্লাইট পরিচালনা শুরু করলো। তবে ইসলামাবাদ ও লন্ডনের মধ্যে শুধুমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করতো পাকিস্তানের পতাকাবাহী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

ইসলামাবাদে ফের ফ্লাইট চালুর বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেন, এ রুটে আমরা নতুন, দীর্ঘাকৃতির বোয়িংয়ের ৭৮৭ মডেলের ড্রিমলাইনার ব্যবহার করছি।

২০০৮ সালে হোটেলে হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, আমরা আমাদের গ্রাহক, কর্মী অথবা এয়ারক্রাফটের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের কমপ্রোমাইজ করতে চাই না।  

তবে এক দশকের বেশি সময় পর গত বছরের ডিসেম্বরে ইসলামাবাদে ফের ফ্লাইট পরিচালনার ইচ্ছার কথা জানায় ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ০২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।