ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বেবিচকের নতুন চেয়ারম্যান মফিদুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
বেবিচকের নতুন চেয়ারম্যান মফিদুর বেবিচক

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।

মঙ্গলবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে বেবিচকের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসানকে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নিয়ে সশস্ত্রবাহিনী বিভাগে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর থেকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।