ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) রাজধানীর উত্তরাস্থ একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৩ জুন) বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ৩ বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনটির মহাসচিব জাকির হোসেন, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক আবু তাহের। সভায় বিমানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তিন বছরের সার্বিক কার্যক্রম ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।  

বাংলাদেশ সময়: ০৪১৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।