ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুর-ঢাকা রুটে প্লেনের শিডিউল বিপর্যয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
সৈয়দপুর-ঢাকা রুটে প্লেনের শিডিউল বিপর্যয়

নীলফামারী: ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে প্লেন চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে বেসরকারি প্লেন সংস্থার তিনটি ফ্লাইট প্রায় তিন ঘণ্টা বিলম্বে চলাচল করেছে। আগেরদিন সকালেও দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, দুইদিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। সকালে কুয়াশার ভিজিবিলিটি ছিল মাত্র ৪০০ মিটার। এ অবস্থায় প্লেন উড্ডয়ন অবতরণ ঝুঁকিতে পড়ে। এরফলে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট কমপক্ষে তিন ঘণ্টা বিলম্বে চলাচল করেছে। প্রথম ফ্লাইট ছাড়ার কথা ছিল বেলা ১১টায়। কিন্তু ছেড়ে গেছে ২টা ৪৮ মিনিটে। দ্বিতীয় ফ্লাইট ১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও গেছে ৩টা ৫০ মিনিটে। এসব তথ্য জানিয়েছেন প্লেন সংস্থাটির স্টেশন কর্মকর্তা জাকির হোসেন। এছাড়াও নভোএয়ারের একটি ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করার কথা থাকলেও ছেড়েছে বিকেল ৩টায়। আগেরদিনও একই কারণে সকালের দুটি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে চলাচল করেছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বাংলানিউজকে জানান, বিকেলে কুয়াশার ভিজিবিলিটি এক হাজার মিটারে দাঁড়ায়। এ অবস্থায় আকাশ কিছুটা পরিস্কার হয়ে ওঠে। ফলে প্লেন চলাচলে ঝুঁকি কিছুটা কমে আসে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত বাংলানিউজকে জানান, বিকেলের পর আবহাওয়া অনেকটা অনুকূলে চলে আসে। এ কারণে পরবর্তী ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।