ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

২১ জুন থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাবে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
২১ জুন থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাবে বিমান

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী রোববার (২১ জুন) থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রয়াত্ত এ উড়োজাহাজ সংস্থা।  

শুক্রবার (১৯ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, আপাতত সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

পরিস্থিতি উন্নতি হলে আগের মতো সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।     

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।