ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ার ‘স্মাইলস’র ৮ম বর্ষে টিকিটে ১০ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
নভোএয়ার ‘স্মাইলস’র ৮ম বর্ষে টিকিটে ১০ শতাংশ ছাড়

ঢাকা: ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’র অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে টিকিটে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে নভোএয়ার। আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সুবিধা ভোগ করতে পারবেন যাত্রীরা। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, যাত্রীদের বিশেষ সেবা প্রদানের লক্ষে দেশে সর্বপ্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম চালু করে নভোএয়ার।

এ উপলক্ষে টিকিটের দাম ১০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই অফারে স্মাইলস সদস্যরা নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। ৩১ জুলাই পর্যন্ত এই অফারে টিকিট ক্রয় করা যাবে। টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রোমোকোড অপসনে ‘SMILES 7ANN’ কোডটি ব্যবহার করতে হবে।

এছাড়া যেকোনো যাত্রী স্মাইলস গ্রাহক হয়ে এই অফারে টিকিট ক্রয় করতে পারবেন। এজন্য নভোএয়ারের ওয়েবসাইট বা বিক্রয় কেন্দ্র থেকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।  

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে তিনটি, যশোর তিনটি, সৈয়দপুর চারটি ও সিলেট একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।