ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারে ভ্রমণ করলে ফ্রি কাপল টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
নভোএয়ারে ভ্রমণ করলে ফ্রি কাপল টিকিট ফাইল ছবি

ঢাকা: ভ্রমণকারীদের জন্য ফ্রি কাপল টিকিটের অফার দিয়েছে নভোএয়ার এয়ারলাইন।

ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’র ৮ম বর্ষ উদযাপন উপলক্ষে নভোএয়ারে ভ্রমণ করলেই প্রতি সপ্তাহে জিতে নেওয়া যাবে ফ্রি কাপল টিকিট।

গত ৯ জুলাই থেকে শুরু হওয়া এ অফার আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভ্রমণ করলে এই কাপল টিকিট পেতে পারেন যে কেউ।  

নভোএয়ার জানিয়েছে, যাত্রীদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে দেশে সর্বপ্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম চালু করে নভোএয়ার। এ উপলক্ষে টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড়ও পাচ্ছেন যাত্রীরা।

পাশাপাশি ৩১ জুলাই পর্যন্ত ভ্রমণ করলে ফ্রি কাপল টিকিটের অফারও রয়েছে। কাপল টিকিট জয়ীরা অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.flynovoair.com এ পাওয়া যাবে।

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি, বরিশালে ১টি ও সিলেটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
টিএম/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।