ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

সিলেটে ফ্লাইট বাড়ালো ইউএস-বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
সিলেটে ফ্লাইট বাড়ালো ইউএস-বাংলা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট

ঢাকা: পূণ্যভূমি সিলেটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এখন থেকে প্রতিদিন সিলেটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানায় সংস্থাটি।  

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক মহামারি করোনা পরবর্তী নিষেধাজ্ঞা উঠার পর ১ জুন থেকে সিলেটে একটি ফ্লাইট পরিচালনা করে অাসছে ইউএস-বাংলা।

এখন থেকে একটি বাড়িয়ে এই রুটে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে।  

প্রতিদিন বেলা ১টা ও সন্ধ্যা ৭-৩০ মিনিটে ঢাকা থেকে সিলেটে যাবে ফ্লাইট। একইভাবে সিলেট থেকে দুপুর ২-২০ মিনিট এবং সন্ধ্যা ৮-৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে অাসবে।  

টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইট www.usbair.com এ পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
টিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।