ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বাংলাদেশে ১৪ দিন থাকলে বিদেশিদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
বাংলাদেশে ১৪ দিন থাকলে বিদেশিদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

ঢাকা: সরকারের নির্দেশনা অনুযায়ী যেসব বিদেশি নাগরিক বাংলাদেশে ১৪ দিন থাকবেন, তাদের অবশ্যই যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

মঙ্গলবার (২১ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা বিমানের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

 

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সব বিদেশি নাগরিকের ফ্লাইট গমনের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক। অবশ্য যারা বাংলাদেশে ১৪ দিন অবস্থান করবেন, তাদের ক্ষেত্রে সেই নির্দেশনা প্রযোজ্য হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।