ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

রিয়াদে বিমানের বিশেষ ফ্লাইট ৮ আগস্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
রিয়াদে বিমানের বিশেষ ফ্লাইট ৮ আগস্ট  প্রতীকী ছবি

ঢাকা: আগামী ৮ আগস্ট ঢাকা-রিয়াদ-ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানায় সংস্থাটি।

 

বিমান জানায়, প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে ৮ আগস্ট রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা দূতাবাসে নিবন্ধন ছাড়াই সরাসরি রিয়াদের বিমান সেলস অফিস থেকে টিকিট কেনা যাবে। আসন সংখ্যা ৪১৯। আগে আসা সাপেক্ষে এই টিকিট পাওয়া যাবে। একমুখী যাত্রায় ইকোনমি ক্লাসে ভাড়া ১৯০০ সৌদি রিয়েল ও বিজনেস ক্লাসে ২৮০০ সৌদি রিয়েল।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।