ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় সপ্তাহে ২ বিশেষ ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
ঢাকায় সপ্তাহে ২ বিশেষ ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ওমানের সালাম এয়ার।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ওমানের এই উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে প্রতি রোববার ও বৃহস্পতিবার ওমানের মাস্কাট থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে তারা। যাত্রী চাহিদা যতদিন থাকবে, ততদিন ফ্লাইট পরিচালনা করা হবে। টিকিটের জন্য সালাম এয়ারের ওয়েবসাইট অথবা এই ২৪২৭২২২২ নম্বরে যোগাযোগ করে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।