ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলার টিকিটে ১০ শতাংশ ছাড় পাবে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
ইউএস-বাংলার টিকিটে ১০ শতাংশ ছাড় পাবে পুলিশ ফাইল ছবি

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করলে টিকিটে ১০ শতাংশ মূল্য ছাড় পাবে বাংলাদেশ পুলিশের সব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফার অব্যাহত থাকবে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুলিশ বাহিনীর সদস্যদের বিভাগীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস কাউন্টার থেকে ১০ শতাংশ কম মূল্যে পরিবারের চারজনের (স্বামী/স্ত্রী ও ছেলে-মেয়ে) জন্য টিকিট সংগ্রহ করতে পারবে। টিকিট সংক্রান্ত অন্যান্য সব পলিসি অপরিবর্তিত থাকবে।  

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।