ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

দোহা রুটে সপ্তাহে ২ ফ্লাইট বিমানের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
দোহা রুটে সপ্তাহে ২ ফ্লাইট বিমানের

ঢাকা: কাতারের দোহায় সপ্তাহে দু’দিন নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি বৃহস্পতি ও সোমবার এই ফ্লাইট চালাবে সংস্থাটি।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায় বিমান।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান। সেই শিডিউল শেষ হলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে ঢাকা-দোহা-ঢাকা রুটে নতুন শিডিউল ঘোষণা করেছে বিমান। সেখানে সপ্তাহে দু’টি নিয়মিত ফ্লাইট পরিচালনার কথা বলা হয়।  

কাতারে কারা যেতে পারবেন, এ সংক্রান্ত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে। কাতার থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদেরও বিমানের কাতার অফিস অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।