ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

সৌদিগামীদের ফেরাতে আরও ২ ফ্লাইট বিমানের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
সৌদিগামীদের ফেরাতে আরও ২ ফ্লাইট বিমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: সৌদিগামীদের ফেরাতে আরও দুই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গত ১৮-২০ মার্চের জেদ্দাগামী রিটার্ন টিকিটধারীদের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর ও ১৮-১৯ মার্চের রিয়াদের রিটার্ন টিকিটধারীদের জন্য ৩০ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদনসহ আগামী ২৫-২৬ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বুকিং আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।  

সৌদি ভ্রমণে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক ও নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে। সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে বলেও জানানো হয়।  

বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।