ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

প্রবাসীদের নিয়ে জেদ্দায় বিমানের প্রথম ফ্লাইট বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
প্রবাসীদের নিয়ে জেদ্দায় বিমানের প্রথম ফ্লাইট বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: করোনায় আটকে পড়া প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরব যাচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিমানের বিশেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।

 

তবে সৌদি আরবগামী যাত্রীদের নিয়ে বিমানের নিয়মিত ফ্লাইট আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান দেশটিতে বিশেষ দু’টি ফ্লাইট পরিচালনা করবে।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।