ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

৮ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চালাবে ইতিহাদ এয়ারওয়েজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
৮ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চালাবে ইতিহাদ এয়ারওয়েজ

ঢাকা: প্রায় আড়াই বছর পর আবারও ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। আগামী ৮ অক্টোবর থেকে ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট চালাবে সংস্থাটি।

আপাতত সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এ তথ্য জানায়।  

>>>ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে চায় ইতিহাদ এয়ারওয়েজ

ইতিহাদ এয়ারওয়েজ জানায়, প্রাথমিকভাবে ঢাকা থেকে আবুধাবিতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে আবুধাবি হয়ে নিউইয়র্ক, শিকাগো, টরন্টো, লন্ডন, মিলান, প্যারিস, ব্রাসেলস ও ফ্রাঙ্কফুর্টসহ বিশ্বের নানা গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।  

২০১৮ সালে নানা কারণে ঢাকায় ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় ইতিহাদ। প্রায় আড়াই বছর পর আবারও বাংলাদেশে কার্যক্রম শুরু করছে এয়ারলাইন্সটি।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।