ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

মাস্কাটগামী যাত্রীদের জরুরি নির্দেশনা বিমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
মাস্কাটগামী যাত্রীদের জরুরি নির্দেশনা বিমানের ...

ঢাকা: ওমানের মাস্কাটগামী যাত্রীদের জরুরি নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে যাত্রীদের ‘Tarassud’ অ্যাপ ডাউনলোড করতে হবে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কোভিড-১৯ পরীক্ষা করা হবে। তবে পরীক্ষার ফি যাত্রীকে বহন করতে হবে।

অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ডে ফি পরিশোধ করার পাশাপাশি নগদেও ফি পরিশোধ করা যাবে। ওমানের নাগরিক ছাড়া বিদেশি যাত্রীদের আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা থাকাও বাধ্যতামূলক বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।