ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বাংলাদেশ-ভারত এয়ার বাবল শুরু হচ্ছে ২৮ অক্টোবর 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
বাংলাদেশ-ভারত এয়ার বাবল শুরু হচ্ছে ২৮ অক্টোবর 

ঢাকা  : আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত এয়ার বাবল শুরু হচ্ছে। ঢাকার সঙ্গে ভারতের ৫ টি শহরের সঙ্গে এয়ার বাবলে সংযুক্ত হবে।

শনিবার ( ১৭ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও নভোএয়ার এবং ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার সপ্তাহে ২৮টি ফ্লাইটের মাধ্যমে ৫টি ভারতীয় শহরকে ঢাকার সঙ্গে সংযুক্ত করবে।

এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ৯টি বিভাগে অনলাইনে ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলেও জানায় ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০

টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।