ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বৃহস্পতিবার ভারতে ফ্লাইট চালু করবে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
বৃহস্পতিবার ভারতে ফ্লাইট চালু করবে বিমান

ঢাকা: এয়ার বাবল চুক্তির অধীনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ভারতে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভারতের তিনটি গন্তব্যে ফ্লাইট চালাবে সংস্থাটি।

 

বুধবার (২৮ অক্টোবর) সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়।  


বিমান জানিয়েছে, দিল্লিতে ২৯ অক্টোবর, কলকাতায় ১ নভেম্বর ও চেন্নাই রুটে ১৫ নভেম্বর থেকে ফ্লাইট চালু করবে বিমান। ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।  

মহামারি করোনার কারণে দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর ভারত যাচ্ছে বিমান। করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ রয়েছে বিমানের।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।