ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-মুম্বাই রুটে ভিসতারার ফ্লাইট শুরু ১৫ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
ঢাকা-মুম্বাই রুটে ভিসতারার ফ্লাইট শুরু ১৫ নভেম্বর

ঢাকা: ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে ভারতীয় এয়ারলাইনস ভিসতারা।

আগামী ১৫ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

জানা গেছে, ভিসতারার ফ্লাইট ইউকে-১৮৩ মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে মুম্বাই বিমানবন্দর ছাড়বে এবং সকাল ১১টায় ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে, ফিরতি ফ্লাইট ইউকে-১৮৪ স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে মুম্বাই পৌঁছাবে।

বর্তমানে ভারতীয় এয়ারলাইনস ভিসতারা ঢাকা-দিল্লি রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে মুম্বাই রুটে ভিসতারার সম্ভাব্য ভাড়া হতে পারে ১৮ হাজার টাকার কিছু বেশি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।