ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আ’লীগের কর্মী সভা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বগুড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আ’লীগের কর্মী সভা

বগুড়া: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছার রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন দুলু।

সভায় প্রধান বক্তা ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।

এছাড়া সদর উপজেলা আলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, গিয়াস উদ্দিন, এসএম আইয়ুব, ডা. মুকুল কুমার সাহা, আব্দুল বাছেদ, তাজমিলুর রহমান টুকু, আবুল কালাম আজাদ, শাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমবিএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ