ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

ভোলায় আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ভোলায় আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের জনতা বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়।

এ সময় দলীয় প্রার্থীর নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ১২ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে নৌকা প্রতীকের সমর্থক সোহেল, সাদ্দাম, ইয়ানুর, হাজেরা, নুরুউদ্দিন ও সালেমের নাম জানা গেছে।

আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমানের অভিযোগ, প্রতিপক্ষ বিদ্রোহী গ্রুপের রেজাউল হক মিঠুর সমর্থকরা হামলা করে তার অফিস ভাঙচুর করেছেন।

তবে রেজাউল হক মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন,  নৌকা প্রতীকের কর্মীরা তার কর্মীদের মারধর করেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে বলেন, সেখানে নৌকা প্রতীকের প্রার্থীর অফিস ভাঙচুর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ