ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে আ’লীগের প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে আ’লীগের প্রার্থী ঘোষণা

ফেনী: আসন্ন (৪র্থ ধাপ-৭ মে) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (৩০ মার্চ) দুপুরে ফেনী পৌরসভায় আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘোষণা দেন জেলা সভাপতি আবদুর রহমান বিকম ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য ‎নিজাম উদ্দিন হাজারী।

এসময় ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল উপস্থিত ছিলেন।

প্রাথীরা হলেন- মহামায়া ইউনিয়নে গরীব শাহ্ হোসেন বাদশা চৌধুরী, পাঠাননগর ইউনিয়নে রফিকুল হায়দার চৌধুরী, রাধানগর ইউনিয়নে মোশারফ হোসেন, শুভপুর ইউনিয়নে আবদুল্লা সেলিম ও ঘোপাল ইউনিয়নে আজিজুল হক মানিক।

এসময় এমপি নিজাম উদ্দিন হাজারী দলের মনোনীত প্রার্থীদেও জন্য সর্বস্তরের নেতাকর্মীদের নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ