ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

বুধবার (৩০ মার্চ) বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর নেতাকর্মীরা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

এ সময় ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খোন্দকার মঞ্জুর আলী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুলসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ