ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

যশোরে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
যশোরে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হাসান আলী (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হাসান আলী সদর উপজেলার সাহাপুর গ্রামের হারেজ আলীর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী বাংলানিউজকে জানান, সকালে নওয়াপাড়া ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাসিমা বেগম ও বিএনপি মনোনীত আলতাফ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে হাসান আলী গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ হাসানের অবস্থা আশাঙ্কাজনক। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ