ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর: মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মুর্তুজা বাবু, মেহেদী হাসান ফয়সাল ও ছায়েম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন গুলোতে দলীয় কার্যক্রম নেই। কমিটি বিলুপ্তের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন গতিশীল এবং নতুন নেতৃত্ব সৃষ্টি হবে।

উপজেলা কমিটির আহ্বায়ক সোহেল রানা বলেন, মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় উপজেলার ১০টি ইউনিয়নেরই কমিটি বিলুপ্ত করা হয়। দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ