ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

চতুর্থ ধাপে প্রার্থীদের তালিকা প্রকাশ করলো আ.লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
চতুর্থ ধাপে প্রার্থীদের তালিকা প্রকাশ করলো আ.লীগ

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের জন্য দলীয় ৫৬৭ চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (০৩ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ তালিকা প্রকাশ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে ৭ বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এর আগে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় চতর্থ ধাপের মনোনয়ন দেওয়া হয়।

এই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে তিন দফায় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সভা করে চতুর্থ ধাপের ৭২৮টি ইউনিয়নের মধ্যে ৫৬৭টি ইউনিয়ননের চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ