ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শেকৃবি’তে ছাত্রলীগ নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
শেকৃবি’তে ছাত্রলীগ নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি ফারজানা জেরিন অনন্তকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাশের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফারজানা জেরিন অনন্তকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাজরিন নাহার তুলিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিক্রিয়া জানতে ফারজানা জেরিন অনন্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
ওএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ