ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সম্পাদক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সম্পাদক আটক

কুমিল্লা: নির্বাচন অফিস থেকে ‌ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে

 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এস নোমানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল ভট্ট বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েক সহযোগীকে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে প্রবেশ করেন নোমান। পরে দুই প্রার্থীর মনোনয়নপত্রের উপরের পৃষ্ঠাগুলো ছিড়ে নিয়ে আসেন তিনি। পরে অভিযান চালিয়ে নোমানকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ