ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাকা মহানগর আ’লীগ

দক্ষিণে হাসনাত-মুরাদ, উত্তরে রহমতুল্লাহ-সাদেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
দক্ষিণে হাসনাত-মুরাদ, উত্তরে রহমতুল্লাহ-সাদেক

ঢাকা: দুই ভাগে বিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নগর কমিটি এখন থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ- এ দুই নামে পরিচালিত হবে।

রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন দুই কমিটির শীর্ষনেতাদের নাম ঘোষণা করেন।

সৈয়দ আশরাফ ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণে সভাপতি হিসেবে বর্তমান লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হিসেবে মহানগরের বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে এবং উত্তরে সভাপতি হিসেবে সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত মো. সাদেক খানের নাম ঘোষণা করেন।

একই সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামও ঘোষণা দেন সৈয়দ আশরাফ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এতো বড় ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করায় নতুন কমিটির কাজকর্মে গতি আসবে। নতুন নেতৃত্ব আগের চেয়ে ভালো করবেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের গত কাউন্সিল অধিবেশনে কাউন্সিল প্রদত্ত ক্ষমতাবলে ও বাংলাদেশ আওয়ামী লীগের গত কার্যনির্বাহী সংসদের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কমিটির অনুমোদন দিয়েছেন বলেও জানান সৈয়দ আশরাফ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা কমিটিগুলোর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে খিলগাঁও থানায় মো. শরীফ আলী খাঁন ও মো. মাহবুবুল আলম,  সবুজবাগ থানায় মো. আশরাফুজ্জামান ফরিদ  ও লায়ন চিত্তরঞ্জন দাস,  মুগদা থানায় (নবগঠিত) আলহাজ মো. শামীম আল মামুন ও মোশারফ হোসেন বাহার,  মতিঝিল থানায় বশির উদ্দিন বাবুল ও সাব্বির হোসেন, শাহজাহানপুর থানায় (নবগঠিত) আব্দুল লতিফ  ও আব্দুল মুকিত হাওলাদার হৃদয়, পল্টন থানায় (নবগঠিত) মো. এনামুল হক আবুল ও মোস্তফা জামান পপি, হাজারীবাগ থানায় ইলিয়াসুর রহমান বাবুল ও হাজী সাদেক হামিদ সাজু, ধানমণ্ডি থানায় কামাল আহমেদ দুলাল ও রফিকুল ইসলাম বাবলা, কলাবাগান থানায় (নবগঠিত) মোঃ নাজমুল করিম টিংকু ও  মো. নজরুল ইসলাম বাবুল, নিউমার্কেট থানায় (নবগঠিত) মো. জসীম উদ্দিন ও মো. হানিফ মিয়া, রমনা (দক্ষিণ) থানায় মো. মোখলেছুর রহমান ও মো. রফিকুল ইসলাম, শাহবাগ থানায় (নবগঠিত) জিএম আতিকুর রহমান ও অ্যাড. এমএ হামিদ, লালবাগ থানায় হাজী দেলোওয়ার হোসেন ও মতিউর রহমান জামাল, চকবাজার থানায় (নবগঠিত) মো. সিরাজুল ইসলাম রাডো ও মো. ইউনুস সুমন, বংশাল থানায় (নবগঠিত) আলহাজ গোলাম মোস্তফা ও মো. সিরাজ উদ্দিন বাদল,  কোতোয়ালি থানায় হাজী ফজলুর রহমান পর্বত ও আবু হোসেন জামালউদ্দিন বাবলা, ওয়ারী থানায় (নবগঠিত) আশিকুর রহমান লাভলু ও হাজী আবুল হোসেন, গেণ্ডারিয়া থানায় (নবগঠিত) মো. শহিদুল মিনু ও মো. লিয়াকত জাহান শিপন, সূত্রাপুর থানায় হাজী মো. সহিদ ও গাজী আবু সাঈদ, শ্যামপুর থানায় মো. তোফাজ্জল হোসেন ও কাজী হাবিবুর রহমান হাবু, যাত্রাবাড়ী থানায় (নবগঠিত) হাজী মনিরুল ইসলাম মনু ও হারুনুর রশিদ মুন্না, ডেমরা থানায় রফিকুল ইসলাম খান মাসুদ ও মশিউর রহমান মোল্লা সজল, কদমতলী থানায় (নবগঠিত) মো. নাছিম মিঞা ও মো. মোবারক হোসেন এবং কামরাঙ্গীরচর থানায় আবুল হোসেন সরকার ও সোলায়মান মাতব্বর।    

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলোর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে খিলগাঁও থানার ০১নং ওয়ার্ডে আব্দুস সালাম ও নুরুজ্জামান জুয়েল, ০২নং ওয়ার্ডে শাহাবুদ্দিন মজুমদার ও মো. আব্দুল রাজ্জাক রুবেল, ০৩নং ওয়ার্ডে হাজী শাহ আলম ও আমিনুল ইসলাম মিঠু, নাদিরাবাদ ইউনিয়নে মো. জহিরুল ইসলাম ব্যাপারী ও আব্দুল্লাহ আল মামুন, সবুজবাগ থানার ০৪নং ওয়ার্ডে মাসুদ হাসান শামীম ও জাহাঙ্গীর হোসেন, ০৫নং ওয়ার্ডে তানিয়া হোসেন ও মাসুদ পারভেজ, দক্ষিনগাঁও ইউনিয়নে সফিকুল ইসলাম ও মো. ফজর আলী, নবগঠিত মুগদা থানার ০৬নং ওয়ার্ডে মোঃ ওয়ালিউল্লাহ জুম্মন ও গোলাম কিবরিয়া রাজা, ০৭নং ওয়ার্ডে শরিফুল ইসলাম ও শামীম আহম্মেদ ইকবাল, মাণ্ডা ইউনিয়নে শফিকুল আলম শামীম ও খায়রুজ্জামান খায়রুল, মতিঝিল থানার ০৮নং ওয়ার্ডে হাজী মোঃ সুলতান মিয়া ও ফম সেকান্দার আলী, ০৯নং ওয়ার্ডে মোজাম্মেল হক ও মো. মোস্তাফিজুর রহমান মাইনু, ১০নং ওয়ার্ডে শেখ নওশের আলী ও ওমর ফারুক, শাহজাহানপুর থানার ১১নং ওয়ার্ডে কামরুজ্জামান বাবুল ও জাকির হোসেন, ১২নং ওয়ার্ডে এনায়েত কবির ও মাজহারুল ইসলাম তুহিন, পল্টন থানার ১৩নং ওয়ার্ডে হাজী মোঃ আব্দুস ছালাম খাঁন সেলিম ও মো. জসীম উদ্দিন, হাজারীবাগ থানার ১৪নং ওয়ার্ডে দিল জাহান ভূঁইয়া ও মোঃ জাকির হোসেন খোকন, ধানমণ্ডি থানার ১৫নং ওয়ার্ডে জাকির হোসেন স্বপন ও ফারুক হোসেন, কলাবাগান থানার ১৬নং ওয়ার্ডে মো. জামিল হোসেন পলাশ ও মো. সারোয়ার, ১৭নং ওয়ার্ডে সালাউদ্দিন ঢালী ও মাহবুবুর রহমান, নিউ মার্কেট থানার ১৮নং ওয়ার্ডে সহিদুল কবির সহিদ ও মো. বিপ্লব সরকার, রমনা থানার ১৯নং ওয়ার্ডে মো. আব্দুল সালাম ও মো. সরোয়ার হোসেন, শাহবাগ থানার ২০নং ওয়ার্ডে মো. মনোয়ার হোসেন মনু ও মো. আব্দুর রব মিয়া, ২১নং ওয়ার্ডে মতিলাল সরকার ও মো. আলমগীর, হাজারীবাগ থানার ২২নং ওয়ার্ডে শেখ আকতার হোসেন ও তরিকুল ইসলাম সজিব, ২৩নং ওয়ার্ডে ইয়ার মোহাম্মদ ও গোলাম ফারুক, ২৪নং ওয়ার্ডে একরাম উল্লাহ সরোয়ারদী ও আমির হোসেন, ২৫নং ওয়ার্ডে সেলিম আল মোহাম্মদ ও মো. সুলতান আহম্মদ বিপুল, ২৬নং ওয়ার্ডে আব্দুর রহমান বাবলা ও হাসিবুর রহমান মানিক, চকবাজার থানার ২৭নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন ও আনিছুর রহমান হুমায়ন, লালবাগ থানার ২৮নং ওয়ার্ডে হাজী ফয়েজ ও অ্যাড. নজরুল ইসলাম রাশেদ, চকবাজার থানার ২৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর হোসেন বাবুল, ৩০নং ওয়ার্ডে মো. ইসতিয়াক মির্জা ও মো. হাসান পিল্লু, ৩১নং ওয়ার্ডে ইরুজ আহাম্মেদ অর্ব ও সৈয়দ এয়াকুম নাজিম, বংশাল থানার ৩২নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ও নাঈম আহমেদ, ৩৩নং ওয়ার্ডে মো. ইলিয়াস রশিদ ও মনির হোসেন মনির, ৩৪নং ওয়ার্ডে নাছির উল্লাহ ওয়ালিদ ও মীর মাহবুব রনি, ৩৫নং ওয়ার্ডে আলী হোসেন ও এসআই ফারিয়াদ, কোতোয়ালি থানার ৩৬নং ওয়ার্ডে মো. জিয়াউল ইসলাম ও জ্যোতির্ময় দাস, ৩৭নং ওয়ার্ডে মো. আনিসুর রহমান খোকন ও মো. রিপন ব্যাপারী, ওয়ারি থানার ৩৮নং ওয়ার্ডে খন্দকার মাইনুর রহমান জুয়েল ও মো. মোশারফ হোসেন, ৩৯নং ওয়ার্ডে মো. রোকন উদ্দিন রোকন ও মো. মাসুদুর রহমান মাসুদ, গেণ্ডারিয়া থানার ৪০নং ওয়ার্ডে মো. আসাদ উল্লাহ আসাদ ও মো. সিরাজ উদ্দিন লালা, ওয়ারি থানার ৪১নং ওয়ার্ডে গোলাম রহমান ও হাজী সরোয়ার হাসান আলো, সূত্রাপুর থানার ৪২নং ওয়ার্ডে মো. নিজাম উদ্দিন নিজাম ও ফয়সাল আহমেদ নাসির, ৪৩নং ওয়ার্ডে মো. জাকির হোসেন ও মো. আরিফ হোসেন ছোটন, ৪৪নং ওয়ার্ডে মো. নিজাম উদ্দিন নিজাম ও মোঃ আনোয়ার হোসেন, গেণ্ডারিয়া থানার ৪৫নং ওয়ার্ডে মো. হাসান আসকারী ও মোঃ জহিরুল ইসলাম অ্যাপোলো, ৪৬নং ওয়ার্ডে মোঃ খালেকুজ্জামান ভুলু ও সোলায়মান কাজী মিন্টু, শ্যামপুর থানার ৪৭নং ওয়ার্ডে নাসির আহম্মেদ ভূঁইয়া ও মইন উদ্দিন চিশতী, যাত্রাবাড়ী থানার ৪৮নং ওয়ার্ডে মো. গিয়াস উদ্দিন গেসু ও আবুল কালাম অনু, ৪৯নং ওয়ার্ডে আব্দুল মান্নান ও গাজী শামীম, ৫০নং ওয়ার্ডে শেখ মো. রফিকুল ইসলাম ও মোসলিম উদ্দিন মুরাদ, দনিয়া ইউনিয়নে আবু বকর সিদ্দিক ও একে খাঁন জয়, ডেমরা থানার ডেমরা ইউনিয়নে হাবিবুর রহমান হাবু ও আবুল বাসার, সারুলিয়া ইউনিয়নে সহিদুল ইসলাম কন্ট্রাকটর ও মোহাম্মাদ আলী, মাতুয়াইল ইউনিয়নে লূৎফর রহমান ও মো. শান্ত নুর খান, শ্যামপুর থানার ৫১নং ওয়ার্ডে ইমতিয়াজ আহম্মেদ ডালিম ও আমিনুল ইসলাম রোকন, কদমতলী থানার ৫২নং ওয়ার্ডে অ্যাড. ফারুক হোসেন ও মো. জিল্লুর রহমান, ৫৩নং ওয়ার্ডে হাজী সরোয়ার ও হাজী মহাব্বত হোসেন, শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ডে লিয়াকত আলী মুফতি ও মো. আলমগীর হোসেন, শ্যামপুর ইউনিয়নে কাজী মো. শহিদুল্লাহ ও মো. আমিনুল ইসলাম, কামরাঙ্গীরচর থানার ৫৫নং ওয়ার্ডে আব্দুর রশিদ ও মো. জসিম, ৫৬নং ওয়ার্ডে আমিনুল ইসলাম ও জামাল দেওয়ান এবং ৫৭নং ওয়ার্ডে মোস্তফা সরকার ও মামুন অর রশিদ।                                
                     
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা কমিটিগুলোর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে ভাটারা থানায় মো. ইসহাক মিয়া ও শহিদ উদ্দিন খন্দকার, রামপুরা থানায় মো. লিয়াকত আলী ও মো. কামরুজ্জামান বাদল, বাড্ডা থানায় ওসমান গণি ও হাজী মো. জাহাঙ্গীর আলম, তেজগাঁও থানায় আব্দুর রশিদ ও মো. শামীম হাসান, শিল্পাঞ্চল থানায় মো. শফিউল্লাহ ও কাজী রেজাউল হক রেজা, আদাবর থানায় এম এ মান্নান ও মো. সালাউদ্দীন শামীম, শেরে বাংলানগর থানায় সাব্বির হোসেন মাসুদ ও আনোয়ার হোসেন মিন্টু, মোহাম্মদপুর থানায় অধ্যক্ষ এম এ সাত্তার ও মতিউর রহমান মিয়া চাঁন, মিরপুর থানায় এস এম হানিফ ও অ্যাডভোকেট কাজী আজাদুল কবির, শাহ আলী থানায় আগা খান মিন্টু ও আবুল কাশেম মোল্লা, দারুস সালাম থানায় এবিএম মাজহারুল আনাম ও কাজী ফরিদুল হক হ্যাপি, কাফরুল থানায় জামাল মোস্তফা ও ইঞ্জি. আবুল কাশেম, পল্লবী থানায় মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি ও এ এস এম সারোয়ার আলম, রূপনগর থানায় হাজী রজ্জ্বব হোসেন ও মো. সালাউদ্দীন রবিন, ক্যান্টনমেন্ট থানায় কাজী রফিকুল ইসলাম ও হাজী মো. সামসুল হক, ভাষানটেক থানায় ইঞ্জি. মো. গিয়াস উদ্দিন ও মো. আজমত আলী দেওয়ান, বনানী থানায় একেএম জসিম উদ্দিন ও মীর মোশাররফ হোসেন, গুলশান থানায় হাজী মো. সুলতান হোসেন ও মো. হেদায়েত উল্লাহ, উত্তরা পূর্ব থানায় বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমদ ও মতিউল হক, উত্তরা পশ্চিম থানায় অ্যাড. মনোয়ার ইসলাম রবিন ও সাঈদ সিদ্দিকী কাক্কা, বিমানবন্দর থানায় শাজাহান আলী মন্ডল ও মাকসুদুর রহমান মাসুম, তুরাগ থানায় আবুল হাসেম চেয়ারম্যান ও এমডি হালিম, খিলক্ষেত থানায় আলহাজ মো. কেরামত আলী দেওয়ান ও আসলাম উদ্দিন, দক্ষিণখান থানায় অ্যাড. আবু হানিফ ও একেএম মাসুদুজ্জামান মিঠু, উত্তরখান থানায় মো. কামাল উদ্দিন ও মোঃ জয়নাল আবেদীন এবং রমনা(উত্তর) থানায় মো. মোখলেসুর রহমান ও মো. রফিকুল ইসলাম।
 
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে ০১নং ওয়ার্ডে সালাউদ্দিন আহমেদ খোকা ও হাজী জালাল উদ্দিন আহম্মেদ, ০২নং ওয়ার্ডে আলহাজ আব্দুর রহমান ও আশিকুল ইসলাম আশিক, ০৩নং ওয়ার্ডে হালিম মজুমদার ও হালিম মোল্লা, ০৪নং ওয়ার্ডে আলমগীর হোসেন ও হাজী সৈয়দ আহম্মদ মোল্লা, ০৫নং ওয়ার্ডে আফাজ উদ্দিন সরদার ও খলিলুর রহমান খলিল, ০৬নং ওয়ার্ডে এস এ খোকন ও হাইহুল সামাদ, ০৭নং ওয়ার্ডে কাজী আব্দুল হাই হারুন ও মো. মকবুল হোসেন তালুকদার, ০৮নং ওয়ার্ডে শেখ আব্দুল হামিদ ও মো. জালাল হোসেন তালুকদার বাবুল, ০৯নং ওয়ার্ডে মো. আজম খান ও মো. আলী আশরাফ ইফতেখার, ১০নং ওয়ার্ডে মিয়া মোঃ লুৎফর রহমান ও মো. শহিদুল ইসলাম (বাবুল আনসারী), ১১নং ওয়ার্ডে মোহাম্মদ উল্লাহ কায়সার ও মো. মনিরুল ইসলাম নিক্কন, ১২নং ওয়ার্ডে মো. মুরাদ হোসেন ও মোহাম্মদ আহসানুল আমিন সিকদার স্বপন, ১৩নং ওয়ার্ডে মো. সামসুল আলম ও মামুন বিন মোহাম্মদ ডন, ১৪নং ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন ও মো. বদর উদ্দিন খান বাবুল, ১৫নং ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম খান জহির ও শামীম আহমেদ মাতাব্বর, ১৬নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ও মো. আজগর আলী, ১৭নং ওয়ার্ডে মো. আব্দুল হামিদ ও হাজী জাকির হোসেন, ১৮নং ওয়ার্ডে মো. মোজাফফর হোসেন, মো. তোফাজ্জল হোসেন শিশুল, ১৯নং ওয়ার্ডে মো. মফিজুর রহমান ও মো. হুমায়ুন সিদ্দিকী (এহিয়া সিদ্দিকী), ২০নং ওয়ার্ডে আব্দুল মান্নান হাওলাদার ও জাহিদুর রহমান দুলাল, ২১নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান ধনু ও মোজাম্মেল হক হীরা, ২২নং ওয়ার্ডে মো. গোলাম রসুল ও এস এম হুমায়ুন কবির হিমু, ২৩নং ওয়ার্ডে ফয়সাল বাশার ফুয়াদ ও মো. শাখাওয়াত হোসেন শওকত, ২৪নং ওয়ার্ডে মো. রুহুল কুদ্দুস তপন ও এবিএম জাহাঙ্গীর আলম, ২৫নং ওয়ার্ডে কাজী রেজাউল হক রেজা ও মো. রুস্তম আলী, ২৬নং ওয়ার্ডে শাহাবউদ্দিন পাটোয়ারী ও শফিউল্লাহ নাজিম, ২৭নং ওয়ার্ডে সাহাদত ইসলাম চৌধুরী মিন্টু ও মো. তারিক হাসান কাজল, ২৮নং ওয়ার্ডে মো. বেলায়েত হোসেন ও মো. আবু দাউদ, ২৯নং ওয়ার্ডে হাজী সলিমুল্লাহ সলু ও আলমগীর হোসেন, ৩০নং ওয়ার্ডে মো. শাহজাহান মিয়া ও মো. আবুল কালাম, ৩১নং ওয়ার্ডে দিল মোহাম্মদ দিলু ও মো. ওয়ালিউল্যাহ মাস্টার, ৩২নং ওয়ার্ডে একেএম আনিসুর রহমান কাবুল ও সৈয়দ হাসানুল ইসলাম রাস্টন, ৩৩নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন সেন্টু ও মো. মাইনুল ইসলাম পলাশ, ৩৪নং ওয়ার্ডে মো. রবিউল আলম ও মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া, ৩৫নং ওয়ার্ডে আলহাজ সাহিদুর রহমান সাঈদ ও মো. লুৎফর রহমান, ৩৬নং ওয়ার্ডে সামছুদ্দিন ও ওয়াহিদুল হক খান, ৯১নং সাংগঠনিক ওয়ার্ডে তমিজ উদ্দিন চৌধুরী মন্টু ও জাহাঙ্গীর মোল্লা সজল, ৯২নং সাংগঠনিক ওয়ার্ডে হারুন অর রশিদ ও মো. নাসির উদ্দিন, ৯৩নং সাংগঠনিক ওয়ার্ডে শেখ আব্দুল মান্নান ও মো. সাইদুর রহমান রতন, ৯৪নং সাংগঠনিক ওয়ার্ডে আলহাজ মো. মইজ উদ্দিন ও মো. আমির উদ্দিন, ৯৫নং সাংগঠনিক ওয়ার্ডে মো. হাফিজুর রহমান ও মো. মফিজ উদ্দিন খান, ৯৬নং সাংগঠনিক ওয়ার্ডে মোঃ নুরুজ্জামান ইসলাম দর্জি ও কাজী আমিনুল ইসলাম, ৯৭নং সাংগঠনিক ওয়ার্ডে আহমেদ হোসেন নুর সাগর ও মোঃ সালাহ উদ্দিন, ৯৮নং সাংগঠনিক ওয়ার্ডে মো. ইউনুস আলী ও মো. আমিনুল ইসলাম, ৯৯নং সাংগঠনিক ওয়ার্ডে হাফিজুর রহমান মাহাবুব ও ইকরামুল কবির লাবলু এবং ১০০নং সাংগঠনিক ওয়ার্ডে সানাউল্লাহ মিয়া ও ফরিদ আহম্মেদ।                  
                                                                   

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিগুলোর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে বেরাইদ ইউনিয়নে

আব্দুর রহিম সৈকত ও আইয়ুব আনসার মিন্টু, ক্যান্টনমেন্ট ইউনিয়নে মো. মোহসিনুল ইসলাম সিদ্দিকী ও মো. আব্দুর রশিদ রাশেদ, দক্ষিণখান ইউনিয়নে মো. তারাজ উদ্দিন ও আলহাজ শফি উদ্দিন পনু, উত্তরখান ইউনিয়নে মো. আলী উল্লাহ ও আতিকুর রহমান মিলন, হরিরামপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক মেম্বার ও মো. মাহবুবুল ইসলাম ইকবাল, ডুমনি ইউনিয়নে মো. মোমেন মিয়া ও মো. মোক্তার হোসেন, বাড্ডা ইউনিয়নে এমদাদুল হক এমদাদ ও মো. ফরহাদ আলী, সাঁতারকুল ইউনিয়নে ডা. আব্দুল মতিন চেয়ারম্যান ও হাজী মো. আব্দুল্লাহ খান এবং ভাটারা ইউনিয়নে মো. নজরুল ইসলাম ঢালী ও সুবাস সরকার।     

এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হিসেবে প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজকে চূড়ান্ত করা হয়েছিলো। গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা যাওয়ায় লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি হিসেবে চূড়ান্ত করা হয়।

এর আগে গত বছরের এপ্রিলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের পর কেন্দ্রীয় নেতা সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জন্য পৃথক দুই কমিটি করার দায়িত্ব দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কাউন্সিলের দীর্ঘ দিন পরেও কমিটি ঘোষণা করা হয়নি। অবশেষে রোববার শেষ হতে যাচ্ছে সেই প্রতীক্ষার।

আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০৩ সালের ১৮ জুন। ওই বছরের জুনে সম্মেলন অনুষ্ঠিত হলেও পরের বছর ২০০৪ সালের ১ এপ্রিল মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২০০৬ সালের নভেম্বরে মারা যান মোহাম্মদ হানিফ। তার মৃত্যুর পর এক নম্বর সহ সভাপতি ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে থাকেন। এরপর ওয়ান-ইলেভেনের পরিবর্তিতে পরিস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান ৬ নম্বর সহ সভাপতি এম এ আজিজ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ