ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ.লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটিতে আছেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আ.লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটিতে আছেন যারা

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। প্রস্তুতি কমিটির চেয়ারম্যান দলটির সভাপতি শেখ হাসিনা ও সদস্য সচিব দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

 

সোমবার (১১ এপ্রিল) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ও কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের কেউ নেতা হয় না, কাউন্সিল নেতা তৈরি করে।

তিনি সবাইকে কাউন্সিলের প্রস্তুতির জন্য যথাযথভাবে কাজ করার আহ্বান জানান।

প্রস্তুতি কমিটির চেয়ারম্যান, সদস্য সচিব ও সদস্যদের নাম ঘোষণা ছাড়াও ১১টি উপ-কমিটি অভ্যর্থনা উপ-পরিষদ, অর্থ উপ-পরিষদ, ঘোষণাপত্র উপ-পরিষদ, গঠনতন্ত্র উপ-পরিষদ, দপ্তর উপ-পরিষদ, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদ, মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদ, সাংস্কৃতিক উপ-পরিষদ, খাদ্য উপ-পরিষদ ও স্বাস্থ্য উপ-পরিষদের সদস্যদের নামও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

উপ-কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

গত ২০ মার্চ গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে ১০ ও ১১ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গত ৯ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ২৮ মার্চ ত্রিবার্ষিক সম্মেলনের দিন ঠিক করে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ২০ মার্চের বৈঠকে কাউন্সিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছিলো।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল চার বছর আগে ২০১২ সালে ডিসেম্বরে। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়।

১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এখন পর্যন্ত সপ্তমবারের মতো দলীয় সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।

গত সম্মেলনে দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম।

প্রস্তুতি কমিটির সদস্য :

সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সতীশ চন্দ্র রায়, অ্যাডভোকেট সাহারা খাতুন, ওবায়দুল কাদের, নূহ-উল-আলম লেনিন ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপুমনি, জাহাঙ্গীর কবীর নানক।

আছেন দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আ হ ম মুস্তফা কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডঃ শেখ মোহাম্মদ আব্দুল্ল‍াহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুছ ছাত্তার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিসবাহ্ উদ্দিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী অসীম কুমার উকিল, কোষাধ্যক্ষ এইচ. এন. আশিকুর রহমান, সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, অধ্যক্ষ মতিউর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সিমিন হোসেন রিমি, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, অ্যাড. সুভাষ চন্দ্র বোস, বেগম মন্নুজান সুফিয়ান, মো. একেএম রহমতউল্লাহ, অ্যাডভোকেট ফজলে রাব্বী, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এম এ মান্নান, মোস্তফা ফারুখ মোহাম্মদ, আব্দুর রহমান, আখতারউজ্জামান, অ্যাড. মমতাজ উদ্দিন মেহেদী, র আ ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, মির্জা আজম, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, একেএম এনামুল হক শামীম, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, এস এম কামাল হোসেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও নূরুল মজিদ হুমায়ুন।


অভ্যর্থনা উপ-পরিষদ

মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক করে এ কমিটির সদস্য সচিব হয়েছেন ডা. দীপুমনি।

অন্যান্য সদস্যরা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, শ্রী সতীশ চন্দ্র রায়, সাবের হোসেন চৌধুরী, মাহবুব-উল আলম হানিফ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, অ্যাম্বাসেডর জমির, কাজী আকরাম উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট আনিসুল হক, আবুল হাসান ম‍াহমুদ আলী, আনিসুল হক (মেয়র), সাঈদ খোকন  (মেয়র),  শাহরিয়ার আলম, অ্যাডভোকেট তারানা হালিম, ফখরুল ইসলাম মুন্সী, ফজিলাতুন নেসা ইন্দিরা, জুনায়েদ আহমেদ পলক , নাজমুল হাসান পাপন, ডা. হাবিবে মিল্লাত , কাজী নাবিল আহমেদ, মঞ্জুরুল হক লাভলু, ডা. ইকবাল আর্সলান
ড. হারুন অর রশিদ (জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য), ড. মিজানুর রহমান (জবি উপাচার্য), ড. মো. ছামাদ  ও শাম্মী আহমেদ
 

অর্থ উপ-পরিষদ
এ পরিষদের আহ্বায়ক কাজী জাফর উল্লাহ আর সদস্য সচিব হলেন এইচ এন আশিকুর রহমান।

সদস্য:
১. জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি
২. জনাব আমির হোসেন আমু এমপি
৩. জনাব তোফায়েল আহমেদ এমপি
৪. ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
৫. ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি
৬. জনাব আ. হ ম মোস্তফা কামাল এমপি
৭. লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি
৮. জনাব সালমান এফ. রহমান
৯. জনাব নসরুল হামিদ বিপু এমপি
১০. জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি
১১. জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি
১২. জনাব কাজী আকরাম উদ্দীন আহমদ

ঘোষণাপত্র উপ-পরিষদ

জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি, আহ্বায়ক
অ্যাডভোকেট আব্দুল মান্নান খান , সদস্য সচিব

সদস্য:
১. সৈয়দা সাজেদা চৌধুরী এমপি
২. জনাব আমির হোসেন আমু এমপি
৩. জনাব তোফায়েল আহমেদ এমপি
৪. বেগম মতিয়া চৌধুরী এমপি
৫. ইঞ্জিঃ মোশাররফ হোসেন এমপি
৬. ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
৭. প্রফেসর ড. সাইদুর রহমান
৮. ড. অনুপম সেন
৯. জনাব আহমদ হোসেন
১০. জনাব বি. এম মোজাম্মেল হক এমপি
১১. জনাব র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
১২. জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
১৩. ফরিদুন্নাহার লাইলী
১৪. ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

গঠনতন্ত্র উপ-পরিষদ

ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, আহ্বায়ক
অ্যাডভোকেট আফজাল হোসেন , সদস্য সচিব

সদস্য:
১. শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি
২. জনাব মোহাম্মদ নাসিম এমপি
৩. জনাব মাহবুবউল আলম হানিফ এমপি
৪. ডা. দীপু মণি এমপি
৫. অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি
৬. লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি
৭. জনাব আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি
৮. জনাব মো. মিসবাহ উদ্দিন সিরাজ অ্যাডভোকেট
৯. জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি
১০. জনাব আখতারউজ্জামান
১১. জনাব আব্দুর রহমান এমপি
১২. জনাব র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
১৩. জনাব খ. ম জাহাঙ্গীর হোসাইন এমপি
১৪. জনাব আমিনুল ইসলাম আমিন
১৫. সুজিত রায় নন্দী
১৬. ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি

দপ্তর উপ-পরিষদ

জনাব ওবায়দুল কাদের এমপি ,আহ্বায়ক
ড. আবদুস সোবহান গোলাপ , সদস্য সচিব

সদস্য:
১. আহমদ হোসেন
২. বি.এম মোজাম্মেল হক এমপি
৩. অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি
৪. বীর বাহাদুর এমপি
৫. ইকবালুর রহিম
৬. শ্রী সুজিত রায় নন্দী
৭. আমিনুল ইসলাম আমিন
৮. এস. এম কামাল হোসেন
৯. একেএম এনামুল হক শামীম
১০. শাহে আলম
১১. শফি আহমেদ
১২. আনোয়ার হোসেন
১৩. ইকবাল হোসেন অপু
১৪. শাহাবুদ্দিন ফরাজী
১৫. খ. ম হাসান কবির আরিফ
১৬. আখতার হোসেন
১৭. মোহাম্মদ সাদেকুর রহমান পরাগ
১৮. আশরাফুল ইসলাম মারুফ
১৯. নূরুল আমিন রুহুল
২০. ইসহাক আলী খান পান্না
২১. মাঈনুদ্দিন হাসান চৌধুরী
২২. অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী
২৩. কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন
২৪. বাহাদুর বেপারী
২৫. লিয়াকত শিকদার
২৬. রাশেক রহমান
২৭. মোঃ আলাউদ্দিন
২৮. সৈয়দ আবদুল আউয়াল শামীম
২৯. জি. এম মাসুদুল হাসান মাসুদ
৩০. নাজমুল হাসান অনীক
৩১. সৈয়দা রুবিনা আক্তার মিরা
৩২. এইচ,এম মিজানুর রহমান জনি
৩৩. ইসতিয়াক আহমেদ শিমুল
৩৪. আরিফুজ্জামান টুটুল
৩৫. মাহমুদ হাসান রিপন
৩৬. মাহফুজুর হায়দার চৌধুরী রোটন
৩৭. বদিউজ্জামান সোহাগ
৩৮. আজিজুস সামাদ ডন
৩৯. নাভানা আক্তার এমপি
৪০. নূরজাহান আক্তার সবুজ
৪১. আলমগীর হাসান
৪২. মোঃ সেকান্দার আলী মোল্লা
৪৩. কে এম ওয়াহিদুর রহমান
৪৪. কে এম কবির হোসেন
৪৫. ইঞ্জিনিয়ার এস. এম আল-ইমরান
৪৬. অ্যাডভোকটে কামাল হোসেন
৪৭. আবিদুর রহমান লিটু
৪৮. সুশান্ত বাইন
৪৯. তোফাজ্জল হোসেন মামুন
৫০. আসাদুজ্জামান টিপু
৫১. শাজাহান বিপ্লব
৫২. তানভীর হোসেন রুবেল
৫৩. দেলোয়ার হোসেন
৫৪. একেএম শফিকুল ইসলাম বাবু
৫৫. জিয়াউল আবেদীন
৫৬. প্রেম কুমার মন্ডল
৫৭. অসীম সরকার
৫৮. এম এ ইসলাম স্বপন
৫৯. মেজবাউদ্দিন প্রিন্স
৬০. মোঃ নাজমুল হাসান (মিলন মাদবর)
৬১. আব্দুল্লাহ আল মামুন
৬২. একেএম সজীব উর রশিদ
৬৩. আলতাফ হোসেন বিপ্লব
৬৪. ফয়সাল আহম্মাদ রিয়াদ
৬৫. ওমর ফারুক
৬৬. নিহার রঞ্জন সরকার মিল্টন
৬৭. মোঃ ফারুক আহম্মাদ
৬৮. মোঃ মনিরুজ্জামান পলাশ

প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ

জনাব হোসেন তওফিক ইমাম ,আহ্বায়ক
ড. হাছান মাহমুদ এমপি ,সদস্য সচিব

সদস্য:
১. শ্রী অসীম কুমার উকিল
২. জনাব এনামূল হক চৌধুরী খসরু
৩. শ্রী সুকুমার রঞ্জন ঘোষ এমপি
৪. জনাব সাইমুম সরওয়ার কমল এমপি                
৫. জনাব তারানা হালিম এমপি                        
৬. জনাব মোঃ মোশাররফ হোসেন
৭. জনাব আকতার হোসেন
৮. জনাব শাহ মোস্তফা আলমগীর
৯. আমিনা কোহিনুর আলম
১০. মুমতাহিনা রীতু
১১. জনাব সৈয়দ কামরুল হাসান                      
১২. জনাব গিয়াসউদ্দিন আহমেদ                         
১৩. জনাব মোঃ আব্দুল লতিফ                        
১৪. জনাব গোলাম রব্বানী চিনু                        
১৫. শ্রী সুভাষ সিংহ রায়                               
১৬. জনাব সাইদ আহমেদ বাবু                      
১৭. শ্রী জগদীশ এষ                                  
১৮. জনাব মোস্তফা জব্বার                            
১৯. শ্রী সুব্রত চন্দ্র চন্দ                                  
২০. জনাব মাহমুদা সুলতানা হেলেন                    
২১. জনাব আবু নাসের                              
২২. জনাব মোঃ আনিস আহমেদ                       
২৩. জনাব মোঃ সাদেকুর রহমান চৌধুরী (পরাগ)          
২৪. জনাব তারেক সুজাত                              
২৫. জনাব সিমিন হোসেন রিমি এমপি                 
২৬. অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি              
২৫. জনাব সৈয়দ আব্দুল আউয়াল শামীম                
২৬. জনাব সৈয়দ নুরুল ইসলাম                       
২৭. জনাব সাব্বির বিন সামস (সি.আর.আই)            
২৮. জনাব মোঃ এ আরাফাত
২৯. জনাব আশরাফ সিদ্দিকী বিটু
                                      

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদ

জনাব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি , আহ্বায়ক
জনাব আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি , সদস্য সচিব

সদস্য:
১. জনাব আসাদুজ্জামান খান কামাল
২. অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার
৩. জনাব ইকবালুর রহিম এমপি
৪. জনাব নজরুল ইসলাম বাবু এমপি
৫. শ্রী পংকজ দেবনাথ
৬. জনাব আসলামুল হক আসলাম এমপি
৭. জনাব নূরুল ইসলাম রুহুল
৮. জনাব এস. এম মান্নান কচি
৯. শ্রী নির্মল গোস্বামী
১০. জনাব ইসহাক আলী খান পান্না
১১. জনাব বাহাদুর বেপারী
১২. অ্যাড. বদিউল আলম বুদু
১৩. জনাব আশরাফুল ইসলাম মারুফ
১৪. জনাব মতিউর রহমান মতি
১৫. শ্রী কৃষিবিদ সমীর চন্দ
১৬. ইঞ্জিনিয়ার আব্দুস সবুর
১৭. জনাব ইকবাল হোসেন অপু
১৮. জনাব আনোয়ার হোসেন
১৯. জনাব মাহবুবুল হক শাকিল
২০. জনাব আক্তার হোসেন
২১. কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন
২২. জনাব খ. ম হাসান কবীর আরিফ
২৩. শ্রী নির্মল রঞ্জন গুহ
২৪. জনাব সাইদুল করিম মিন্টু
২৫. জনাব সৈয়দ নূরুল ইসলাম
২৬. জনাব নাসির উদ্দিন চৌধুরী
২৭. জনাব মোবাশ্বের চৌধুরী
২৮. শ্রী দেবাশীষ বিশ্বাস
২৯. জনাব ফরিদুর রহমান খান ইরান
৩০. জনাব আরিফুর রহমান টিটু
৩১. কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু
৩২. জনাব গাজী মেজবাউল হোসেন সাচ্চু
৩৩. জনাব সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী
৩৪. জনাব আফজালুর রহমান বাবু
৩৫. জনাব আব্দুল মজিদ
৩৬. জনাব খলিলুর রহমান
৩৭. শ্রী পংকজ সাহা
৩৮. জনাব পনিরুজ্জামান তরুন
৩৯. জনাব এ এইচ এম মাসুদ দুলাল
৪০. জনাব মেহেদী জামিল
৪১. জনাব আলমগীর হাসান
৪২. অ্যাডভোকেট মেহেদী জামিল
৪৩. ব্যারিস্টার সাজ্জাদ হোসেন
 
মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদ

জনাব জাহাঙ্গীর কবির নানক এমপি, আহ্বায়ক
জনাব মির্জা আজম এমপি, সদস্য সচিব

সদস্য
১. অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি
২. জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি
৩. হাজী আবুল হাসনাত
৪. জনাব একেএম রহমতউল্লাহ এমপি
৫. জনাব আনিসুল হক  (মেয়র)
৬. জনাব এস এম কামাল হোসেন
৭. জনাব একেএম এনামুল হক শামীম
৮. শ্রী অসীম কুমার উকিল
৯. জনাব আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম
১০. আলহাজ্ব সাঈদ খোকন  (মেয়র)
১১. শ্রী সুজিত রায় নন্দী
১২. ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি
১৩. জনাব সাবের হোসেন চৌধুরী এমপি
১৪. জনাব হাবিবুর রহমান মোল্লা এমপি
১৫. জনাব কামাল আহমেদ মজুমদার এমপি
১৬. জনাব আসলামুল হক আসলাম এমপি
১৭. জনাব ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি
১৮. জনাব শাহে আলম
১৯. জনাব শফি আহমেদ
২০. জনাব নূরুল আমিন রুহুল
২১. অ্যাড. কাজী নজীবুল্লাহ হিরু
২২. জনাব শেখ বজলুর রহমান
২৩. আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী
২৪. জনাব হারুন অর রশিদ
২৫. জনাব মুকুল চৌধুরী
২৬. জনাব শাহ আলম মুরাদ
২৭. জনাব সাদেক খান
২৮. হাজী মোহাম্মদ সেলিম এমপি
২৯. জনাব এটিএম পিয়ারুল ইসলাম
৩০. জনাব মঈন উদ্দিন হাসান চৌধুরী
৩১. জনাব ইকবালুর রহিম এমপি
৩২. জনাব আব্দুল মজিদ
৩৩. জনাব ইসহাক আলী খান পান্না
৩৪. জনাব শুকুর মাহমুদ
৩৫. জনাব সিরাজুল ইসলাম
৩৬. নাজমা আক্তার
৩৭. অপু উকিল
৩৮. মশিউর রহমান হুমায়ুন
৩৯. জনাব আওলাদ হোসেন
৪০. ডা. দিলীপ
৪১. অ্যাড. ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি
৪২. ইঞ্জিনিয়ার মো. সবুর
৪৩. জনাব বাহাদুর বেপারী
৪৪. জনাব লিয়াকত শিকদার
৪৫. জনাব নজরুল ইসলাম বাবু
৪৬. জনাব মাহমুদ হাসান রিপন
৪৭. জনাব মাহফুজুর হায়দার চৌধুরী রোটন
৪৮. জনাব জহির উদ্দিন মাহমুদ লিপটন
৪৯. জনাব গোলাম সরোয়ার কবির
৫০. জনাব বদিউজ্জামান সোহাগ
৫১. জনাব সিদ্দিকী নাজমুল আলম
৫২. জনাব সাইফুর রহমান সোহাগ
৫৩. জনাব এসএম জাকির হোসেন
 
সাংস্কৃতিক উপ-পরিষদ

জনাব আসাদুজ্জামান নূর এমপি, আহ্বায়ক
জনাব চয়ন ইসলাম, সদস্য সচিব

সদস্য:
১. জনাব রামেন্দু মজুমদার
২. জনাব নাসির উদ্দিন ইউসুফ
৩. জনাব মমতাজ বেগম এমপি
৪. জনাব কাজী রোজী এমপি
৫. জনাব লিয়াকত আলী লাকী
৬. জনাব গোলাম কুদ্দুস
৭. জনাব হাসান আরিফ
৮. জনাব মান্নান হীরা
৯. জনাব আহকামউল্লাহ
১০. জনাব আসলাম সানী
১১. জনাব সালাহউদ্দিন বাদল
১২. জনাব শেখ আব্দুল কাদের
১৩. জনাব সাইফুল আজম বাশার
১৪. জনাব মনিরুজ্জামান
১৫. জনাব সুব্রত চন্দ্র
১৬. জনাব আসলাম শিহির
১৭. জনাব মানজারে আলম সুইট
১৮. জনাব নবীন কুমার গৌতম
১৯. জনাব সজল
২০. ডা. নুজহাত চৌধুরী
২১. শ্রী মনোরঞ্জন ঘোষাল
২২. ডা. ইনামুল হক
২৩. এম এম মোহসিন
২৪. বাউল আলম দেওয়ান
২৫. আব্দুল মতিন ভুঁইয়া
২৬. বিশ্বজিৎ রায়
২৭. সঞ্জীব দাস অপু
২৮. সাজেদ আকবর
২৯. বুলবুল মহলানবীশ
৩০. যাদু শিল্পী এম. এস রানা
৩১. কবি তারিক সুজাত
৩২. জনাব সাদিকুর রহমান পরাগ
 
খাদ্য উপ-পরিষদ

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আহ্বায়ক
অ্যাডভোকেট কামরুল ইসলাম , সদস্য সচিব

সদস্য:
১. ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি
২. মোঃ আব্দুছ ছাত্তার
৩. জনাব নুরুল মজিদ হুমায়ুন এমপি
৪. অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি
৫. জনাব মো. একেএম রহমতউল্লাহ এমপি
৬. জনাব সাঈদ খোকন মেয়র
৭. জনাব আনিসুল হক মেয়র
৮. জনাব কামাল আহমেদ মজুমদার
৯. জনাব হাজী মোহাম্মদ সেলিম এমপি
১০. জনাব হাবিবুর রহমান সিরাজ
১১. অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী
১২. জনাব একেএম এনামুল হক শামীম
১৩. জনাব এস. এম কামাল হোসেন
১৪. অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী
১৫. জনাব নজরুল ইসলাম বাবু এমপি
১৬. জনাব নাঈমুর রহমান দুর্জয় এমপি
১৭. জনাব মুকুল চৌধুরী
১৮. জনাব শাহ আলম মুরাদ
১৯. জনাব সাদেক খান
২০. জনাব আওলাদ হোসেন
২১. প্রফেসর ড. সেলিম ভুঁইয়া
২২. ডা. দীলিপ
২৩. জনাব ফয়েজ উদ্দীন মিয়া
২৪. জনাব আব্দুল হক সবুজ
২৫. জনাব বজলুর রহমান
২৬. জনাব মোর্শেদ কামাল
২৭. জনাব নুরুল আমিন রুহুল
২৮. অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান
২৯. জনাব আবু নাসের
৩০. জনাব তারেক শামস হিমু
৩১. শ্রী সমীর চন্দ্র চন্দ
৩২. ইঞ্জি. সবুর
৩৩. ইঞ্জি. আতাউল মাহমুদ
৩৪. কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট
৩৫. জনাব মিজানুর রহমান
৩৬. জনাব রবিউল আলম বুদু
৩৭. জনাব বাচ্চু মিয়া
৩৮. জনাব রানা হামিদ
৩৯. জনাব গোলাম সরোয়ার কবির
৪০. জনাব এবিএম মাজহারুল আনাম
 
স্বাস্থ্য উপ-পরিষদ

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আহ্বায়ক
ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু , সদস্য সচিব

সদস্য:
১. অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক এমপি
২. ডা. ইকবাল আর্সলান
৩. অধ্যাপক ডা. কাজী মহিবুল আলম
৪. অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া
৫. অধ্যাপক ডা. মুনিরুজ্জামান ভুঁইয়া
৬. ডা. সিদ্দিকুর রহমান
৭. ডা. আব্দুল আজিজ
৮. ডা. রোকেয়া সুলতানা
৯. ডা. জামাল উদ্দিন চৌধুরী
১০. ডা. জাকারিয়া স্বপন
১১. ডা. আবু ইউসুফ ফকির
১২. ডা. আজম খান
১৩. ডা. আহসান হাবিব
১৪. ডা. জুলফিকার লেনিন
১৫. ডা. একেএম শরীফুল ইসলাম
১৬. ডা. হুমায়ুন কবির বুলবুল
১৭. ডা. চিত্তরঞ্জন দাশ
১৮. ডা. মোশাররফ হোসেন খন্দকার
১৯. ডা. নজরুল ইসলাম

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমইউএম/এমএ

** আ.লীগের কাউন্সিল ১০-১১ জুলাই, প্রস্তুতি কমিটির প্রধান শেখ হাসিনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ