ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শরীয়তপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর হামলায় আহত ১০, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
শরীয়তপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর হামলায় আহত ১০, আটক ৩ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের পশ্চিম বগাদী গ্রামে নৌকা মার্কার সমর্থদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মুন্সীর সমর্থকরা।
 
এ সময় আরিফ হোসেন, জলিল মাদবর, দলু মাদবর, রশিদ মাদবর, গণি মাদবর ও সোনাবান বিবিসহ ১০ জনকে কুপিয়ে আহত করা হয়।

আহতদের মধ্যে আরিফ ও জলিল মাদবরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মান্নান তালুকদার বাংলানিউজকে বলেন, নৌকার সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বগাদী গ্রামে আমার উঠান বৈঠক হওয়ার কথা ছিল। এ খবর পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল মুন্সীর (ঘোড়া) সমর্থক হাফিজ খাঁ ও তার লোকজন বৈঠক করতে নিষেধ করেন।

তাদের কথা না শুনে উঠান বৈঠকের আয়োজন করলে এনামুল মুন্সী সমর্থক দলু মাদবর, রশিদ মাদবর, জলিল মাদবর, শওকত খান, জাহান মাদবর ও সুলতান খানসহ ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ১০ জনকে কুপিয়ে আহত করে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মুন্সীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ