ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের হামলায় শাহবাগে ৩ আ’লীগ নেতা আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
ছাত্রলীগের হামলায় শাহবাগে ৩ আ’লীগ নেতা আহত

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ সেক্রেটারিসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তিরা হলেন ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুর রব (৪০), আনন্দবাজার ইউনিট আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল ও ছাত্রলীগ কর্মী শান্ত (২০)।

এ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ইব্রাহিম রাসেলের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন শাহবাগ আনন্দবাজার ক্লাবে ঢুকে আব্দুর রবসহ অন্যান্যদের মারধর করে এবং ভাঙচুর চালায়। পুলিশ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এজেডএস/আরবি/‌এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ