ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নান্দাইলে আ’লীগের ১২ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
নান্দাইলে আ’লীগের ১২ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২ প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। আগামী ২৩ এপ্রিল এসব ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মোয়াজ্জেমপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের সাবেক সদস্য এবি সিদ্দিক ও ইউনিয়ন আ’লীগের সদস্য আজিজুল ইসলাম, নান্দাইল ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম ভূইয়া ফারুক ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোশাররফ হোসেন কাজল, চন্ডিপাশা ইউনিয়নে উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন ভূইয়া, গাংগাইল ইউনিয়নে উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন, সিংরইল ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, আঁচারগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রেণু, উপজেলা আ’লীগের সদস্য হাসিম উদ্দিন ও সারোয়ার হোসেন আদিল, জাহাঙ্গীরপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের সদস্য মোস্তফা কামাল ওয়ানিছ ও খারুয়া ইউনিয়নে দলটির সাধারণ সদস্য মো. আফাজ উদ্দিন।

দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু জানান, গত ১৬ এপ্রিল (শনিবার) জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলের বিদ্রোহী এসব প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ