ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জৈন্তাপুরে আ’লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
জৈন্তাপুরে আ’লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিলেট: দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চার জন বিদ্রোহীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
 
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।


 
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- ৩ নং চারিকাটা ইউনিয়নে লায়ন্স আব্দুল হক, ৪ নং দরবস্ত ইউনিয়নে সাইফুল আলম, ৫ নং ফতেহপুর ইউনিয়নের হানিফ মোহাম্মদ এবং ৬ নং চিকনাগুল ইউনিয়নে আমিনুর রশীদ।

এসব প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাছাড়া তাদের পক্ষে আওয়ামী লীগসহ দলীয় সহযোগী অঙ্গ সংগঠনের যে কেউ কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) পাশ্ববর্তী উপজেলা কানাইঘাটের চারটি ইউনিয়নের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছিলো।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৩ এপ্রিল সিলেটের দু’টি উপজেলার (কানাইঘাট ও জৈন্তাপুর) ১৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ