ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ষড়যন্ত্র করে কেউ রেহাই পাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ষড়যন্ত্র করে কেউ রেহাই পাবে না ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এ দেশে কেউই ষড়যন্ত্র করে রেহাই পাবে না। সাংবাদিক শফিক রেহমানকেও আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী স্মরণে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।
 
হানিফ বলেন, দেশে কোনো সংঘাত নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুদ আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাউদ্দিন সিরাজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌরসভা মেয়র ফজলুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রীর মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ